বইমেলায় ‘আনজুমান’ নিয়ে জয়ন্ত জিল্লু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৯ ২০২০, ১৯:৩৮

হাসান মাহমুদ সালাহ

অমর একুশে বইমেলায় বিদ্যানন্দ প্রকাশনী থেকে বের হয়েছে কবি জয়ন্ত জিল্লুর মুক্তগদ্যের বই ‘আনজুমান’। চমৎকার প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ১৪০ টাকা।

এর আগে কবির তিনটি কাব্যগ্রন্থ ও একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ ‘পৃথিবীর কোথাও রাস্তা দেখি না’ প্রকাশিত হয় ২০১৪ সালে। ২০১৫ সালে প্রথম গল্পগ্রন্থ ‘ছায়াশরীরের গল্প’ প্রকাশিত হয়। ২০১৭ সালে প্রকাশিত হয় কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ক্যালেন্ডার সিরিজ’। কবির হাতে লেখা কাব্যগ্রন্থ ‘সাকিয়া সিরিজ’ প্রকাশ হয় ২০১৮ সালে।

চট্রগ্রামে বেড়ে উঠা কবি জয়ন্ত জিল্লু ব্যক্তিজীবনে আইনপেশার সাথে যুক্ত। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ‘সন্দেশ২৪.কম’ পত্রিকার সম্পাদক ও একটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন৷