বইপ্রীতি প্রসঙ্গে

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৩ ২০১৯, ১৫:২১

স্বাদের বস্তু আস্বাদন করতে হলে কাঁটা ক’টা মাড়িয়ে স্পর্শ করতে হয়। তবেই স্বাদের বস্তুর স্বাদে তৃপ্ততার ছোঁয়া মিশে। এসব শুনে আসছি সেই ছোট থেকেই। ছোটবেলা থেকে কত কিছু শুনে আসে ছোটরা। এইজন্য ছোটদের মস্তিষ্কে সৃজনশীলতার প্রতাপ প্রয়োজন। যে প্রতাপে বাবুই হাসবে। মিষ্টি বুলি শিখবে। লুফে নিবে মজার মজার ছন্দ। মিলিয়ে দেখবে নিজের সাথে। সত্য যাচাই করার পথ পাবে। ইনিয়ে বিনিয়ে আওরাবে কত দুষ্টুমিষ্টি দিনকার পাজি প্রলাপ।

এই সবের সমাহর আমাদের “ছড়ার মুকুল”। ৬৪ পৃষ্ঠার এই বইটি সমৃদ্ধ রয়েছে ৮২টি ছড়ায়। যে ছড়াগুলো পড়ে আমার ছোট ভাই- বোন হাসবে। যেমনটা হেসেছিলাম আমি এককালে। সবাই গল্পের বই খুঁজে। আমি না হয় একটু পুরাতন রয়ে গেলাম! ছড়াগুলো হাসবে ছোট’র ঠোঁটে সত্যের আলোয়।

গ্রন্থ: ছড়ার মুকুল
লেখিকা: উম্মে ফাতেমা তাননুভা
প্রকাশন: চয়ন প্রকাশন
ধরণ: ছড়ার বই
প্রচ্ছদ: অনন্ত আকাশ
পৃষ্ঠা: ৬৪ টি
ছড়া: ৮২ টি
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ১৯