ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচতে হলে কী করবেন?

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০৩ ২০১৯, ০২:১৪

প্রতিনিয়ত আমাদের চারপাশের বিভিন্ন জনের আইডি হ্যা*ক করছে।যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হ্যা*ক করে বিভিন্নভাবে হেরেজমেন্ট করা হচ্ছে।
হ্যা*ক থেকে বাঁচতে হলে কি করবেন?

ইমেইল:-সিক্সটি পারসেন্ট ইমেইল আইডি হওয়ার পরেও, অনেকের কাছে ই-মেইলের এক্সেস থাকে না। আর নাম্বার আইডি, হলে রিকভার এর কোন সিস্টেম থাকে না । তাই নিজের আইডিতে একটা ইমেইল রাখেন যেটা সপ্তাহে কমপক্ষে একদিন চেক দিবেন ইমেইল টা ঠিক আছে কিনা।

ট্রাস্টেড কন্টাক্ট:-সিকিউরিটির জন্য ট্রাস্টেড কন্টাক্ট খুব জরুরী। আপনার ফ্রেন্ডলিস্টের 3 থেকে 5 জন বন্ধুকে ট্রাস্টেড কন্টাক্ট দিয়ে রাখুন।

লগ ইন এপ্রোভাল (two-factor authentication):-যদি ট্রাস্টেড কন্টাক্ট না থাকে বা ট্রাস্টেড কন্টাক্ট বাই পাস হয় তাহলে সেই ক্ষেত্রে লগ ইন এপ্রোভাল আপনাকে সেফ করতে পারবে। তাই লগ ইন এপ্রোভাল অন রাখুন।
আইডিতে নিজের রিয়েল নাম ইউজ করুন, আপনার এসএসসি সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড বা যে কোন ডকুমেন্ট এর সাথে আইডির জন্ম তারিখ ও নাম মিল রাখুন।