ফের অভিযানে মেয়র আরিফ ; এঁকে দিলেন সীমারেখা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০২ ২০১৯, ১৯:০০

সিলেট নগরীর কয়েকটি পয়েন্টে যততত্রভাবে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে এই অভিযানে অটোরিকশা পার্কিংয়ের জন্য সাদা রঙ দিয়ে সীমারেখা এঁকে দেন তিনি।

সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা  জানায়, নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট, সিটি করপোরেশনের সামনের এলাকায় অভিযান চালান আরিফুল হক চৌধুরী। অভিযানে যততত্রভাবে অটোরিকশা পার্কিং করায় চালকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় অটোরিকশা পার্কিংয়ের জন্য সাদা রঙ দিয়ে সীমারেখা এঁকে দেন মেয়র। এই সীমারেখার বাইরে গাড়ি না রাখতে কঠোর নির্দেশ দেন তিনি।

এ প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যততত্রভাবে গাড়ি পার্কিং যানজটের কারণ। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভোগান্তি পোহান পথচারীরা। আমরা চালকদেরকে নিয়ম মেনে গাড়ি পার্কিংয়ের আহবান করছি। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে সিটি করপোরেশন।

অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।