ফাগুনের আগুন অতঃপর কালবৈশাখী

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০২ ২০২০, ১১:৪৮

কাজী রিফাত জাহান চট্টগ্রাম: ফাগুনের হালকা মিষ্টি হাওয়া আর মন মাতানো ফুলের ঘ্রান এই সব কিছুর পরেই চলতি মাসে কালবৈশাখী ও তাপদাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে মার্চের শেষ সপ্তাহে দেশের উত্তরপূর্বাঞ্চলে আকস্মিক বন্যারও শঙ্কা রয়েছে।

গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে সাধারণত মার্চ-এপ্রিলে কালবৈশাখী, বজ্রপাত আর বজ্রঝড়ের প্রবণতা দেখা যায় বেশি। মার্চ মাসের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

দেশের অন্যত্র তিন থেকে চার দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে।