ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের সরদার আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১৩ ২০২১, ১৮:১৭

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া গ্রামে অভিযান চালিয়ে খোকন মুন্সীর বাড়ীর দ্বিতীয় তলা বিল্ডিং এর পশ্চিম পাশে কথিত বিকাশ অফিসের ভিতর থেকে এক বিকাশ চক্রের প্রতারককে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফ্রেরুয়ারী) ২টা ৩৫মিনিটে বিকাশ চক্রের এই সদস্যকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানের দিক নির্দেশনায় এস অাই অাবুল কালাম অাযাদের নেত্বত্বে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারকদের সরদার খোকন মুন্সী (৩৩) নামে একজনকে আটক করে। সে অত্র ব্রাহ্মণপাড়া গ্রামের সিরাজ মুন্সীর ছেলে বলে জানা যায়।

ভাঙ্গা থানা সূত্রে আরো জানা যায়, তার কাছ থেকে বিকাশ প্রতারণা কাজে ব্যবহৃত ৭টি মোবাইল, ৩৭টি মোবাইলের সিম পাওয়া যায়।
এবং মোবাইল ফোন ব্যবহার করে ভূয়া পরিচয় দান পূর্বক বিকাশ প্রতারণার মাধ্যমে প্রলোভন দেখিয়ে টাকা অাত্বসাৎ করা ও সহায়তার অপরাধে উক্ত প্রতারককে জেল হাজতে প্রেরণ করেছে ভাঙ্গা থানা পুলিশ।