প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৩ ২০২০, ১৫:০৯

শিক্ষা ও শিক্ষকের মর্যাদার জয় হোক এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি ও সামাজিক সুসম্পর্ক গড়ার প্রত্যয়ে মানুষ গড়ার কারিগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (রেজিঃ ১২০৬৮) ওসমানীনগর উপজেলার তিন বছর মেয়াদী ১৫১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বুধবার উপজেলার এক অভিজাত রেস্তুরায় সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সমিতির কার্যক্রমকে ত্বরান্বিত করতে ১৫১ সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব,প্রবাসী, মিডিয়া ব্যক্তিত্ব,প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক সহকারী শিক্ষকদের উপস্থিতিতে অজয় দেবের সভাপতিত্বে ও মোঃ জুনেদ আহমদের পরিচালনায় সভায় নিম্নলিখিত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
সভাশেষে সমিতির নের্তৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাত করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, প্রবাসী বালাগঞ্জ- ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রেজারার মোঃ আনছার মিয়া,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল ধর,সাধারন সম্পাদক শিপন আহমদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক পংকি মিয়া,অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফয়সল আহমদ,সাংবাদিক আবুল কালাম আজাদ,সাংবাদিক আনোয়ার হোসাইন আনা,সাংবাদিক আব্দুল মতিন,সাংবাদিক কবির আহমদ,সাংবাদিক রনিক পাল, ছড়াকার শিক্ষক বশির আহমদ,উপস্তিত ছিলেন প্রধান শিক্ষক ও সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম,শিহাব আহমদ,আতিকুর রহমান,অজয় কুমার দে,মোঃ আলতাব আলি প্রমুখ।

সভাপতি: অজয় দেব
সিনিয়র সহ সভাপতি: মনোজ কান্তি দাশ পুরকায়স্ত
সহ সভাপতি: রানী বেগম
সহ সভাপতি: সৈয়দা কানিজ জহুরা রীমা
সহ সভাপতি: মোঃ চান মিয়া
সহ সভাপতি: মাসুদ আহমদ
সহ সভাপতি: কামাল মিয়া
সহ সভাপতি: আবুল কালাম
সহ সভাপতি: আব্দুল্লাহ আল মোবারাক
সহ সভাপতি: নাজমুন নাহার চৌধুরী
সাধারন সম্পাদক: মোঃ জুনেদ আহমদ
সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক: হাবিব আহমদ চৌধুরী
যুগ্ম সম্পাদক: পাপলু পাল
যুগ্ম সম্পাদিকা: রেহেনা সুলতানা
সাংগঠনিক সম্পাদক: মোঃ ধন মিয়া
সহ সাংগঠনিক সম্পাদক: কামাল হোসাইন,
সহ সাংগঠনিক সম্পাদক: মেহেরুন্নেসা শেফা
সহ সাংগঠনিক সম্পাদক: মঞ্জুশ্রী পাল
কোষাধ্যক্ষ: সৈয়দ শহিদুর রহমান রাজু
প্রচার সম্পাদক: মানসুর আহমদ
সাংস্কৃতিক সম্পাদক: অনামিকা ধর মুন্না
সহঃ সাংস্কৃতি সম্পাদক: অর্পনা দেব
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: রাখি রানী দেব
সহঃ সাহিত্য ও প্রকাশনা: রোকেয়া বেগম
ধর্ম বিষয়ক: মিজানুর রহমান
সহ ধর্ম সম্পাদক: অসিত চন্দ্র বিশ্বাস
সমাজসেবা সম্পাদক: আব্দুর রহিম
দপ্তর সম্পাদক: ইমরান হোসেন
স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক: মোঃ সাজু মিয়া
আইন সম্পাদক: কানন রঞ্জন দে
শিক্ষা বিষয়ক সম্পাদক: পপি বেগম
সহঃ শিক্ষা সম্পাদক: জয়া রানী চন্দ
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকঃ চামেলি রায়
শিশু সাহিত্য সম্পাদক: রেবেকা সুলতানা
মহিলা বিষয়ক সম্পাদক: মুফরেহা বুলবুল
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শামিমুল হক শিকদার
পরিবেশ সম্পাদক: সারোয়ার হোসাইন
আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মোনায়েম আহমদ
কাব ও সহশিক্ষা বিষয়ক সম্পাদক: সুবিন বেগম
সহঃ পরিবেশ সম্পাদক: স্বর্না সূত্রধর
শিক্ষা সফর সম্পাদক: গোলাম আজম
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: শামসুল ইসলাম রাজন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুজিনা বেগম
ক্রীড়া সম্পাদক: সুশীল দেবনাথ
সহঃ ক্রীড়া সম্পাদক: রহিমা বেগম
তথ্য ও গবেষনা: সানজিদা সুলতানা
কৃষি ও ত্রাণ সম্পাদক: শাহজান শিপন
সদস্যঃশ্যামল দেব, মোমেনা বেগম,রঞ্জু চন্দ,মালেক উদ্দিন,হুমায়ুন কবির শাহিন,তামান্না শিকদার,আব্দুর রহমান, মোহাম্মদ আবুল কালাম,সিক্তা দেব,খালেদা পারভীন, বীনা দেব,জেনি দে,বিথিকা দেব, সিক্তা পাল,ফাইমা বেগম,পূর্না ঘোষ,মালেকা বিলকিস,মাকনুনা আক্তার,বকুল বেগম,ফাতেমা খানম,তাসলিমা বেগম,,সবিতা রাণী দাশ,অনামিকা পুরকায়স্থ,জান্নাতুন্নেসা,সীতা সূত্রধর,সবিতা রানী মজুমদার,মুক্তা দেব,সাথি দে, স্মৃতি রানী দেবনাথ,লিপি বেগম,, তামান্না পারভীন, নার্গিস আক্তার, সালমা আক্তার শাম্মি,,রাহিমা বেগম,আমিনা সুলতানা,সোমা দেব পিংকি,রেবা সেন,পান্না বেগম,স্বর্নালী মেরি দেব,রোকশানা আক্তার লিজা,শাহিদা বেগম,রুহেনা বেগম,রুমা রানী সাহা,রুমি বেগম,রেবা বেগম,জলি চন্দ,শিখা নন্দি,কাজী মরিয়ম,শিখা পাল,বিউটি বৈদ্য,রেছনা বেগম,আসমা বেগম,চুমকি পাল,হেপি দাশ,নুরজাহান বেগম,শিল্পি বেগম,রাহেলা বেগম,জামিলা বেগম,শীলা রানি দাস,সফিউন নেসা,দিপ্তী চন্দ,চুমকি রানী,বাবলি ধর,খুদেজা বেগম,তাহেরুন নাহার,পারভীন বেগম,শামিমা খানম,জয়ন্তি দাশ,সুমি বেগম,ভানু রানী নাথ,সুতপা চৌধুরী,শিবানি পাল,সেলি পাল,তসলিমা রানু,কনিকা রানী,,তাসলিমা জেরিন,নার্গিস আক্তার,রিভা দত্ত,রেসনা পারভীন,আতিকুর রহমান,আজহা৩রুল হক,ফারহানা আক্তার,শম্পা পাল,মাজেদা বেগম,ফাতেহা বেগম,বিউটি মোহান্ত,সুমি বেগম,রাজলক্ষী দেব,রাজবিন বেগম,ফাইমা আক্তার,শিফা বেগম, শিখা সরকার, অর্পনা রানী ধর, হাফসা আক্তার, সঞ্জিত মালাকার,সাধনা রানী, সম্পা রানী ধর, মর্জিনা আক্তার, লাকী বেগম,তপতি দে,প্রমিলা রানি,দিপালি দেব,সুস্মিতা চৌধরী,,ধনঞ্জয় সরকার,,সীমা রানী দাশ প্রমুখ।