পোস্টারে খালেদা জিয়ার ছবি না থাকায় তোপের মুখে সুলতান মনসুর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১১ ২০১৮, ১৫:২১

নূর উদ্দীন মুহাম্মদ ইয়াহইয়া (কুলাউড়া প্রতিনিধি): গণফোরামের কেন্দ্রিয় নেতা ও মৌলভীবাজার -০২ কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদের পোষ্টার কিংবা নির্বাচনী প্রধান অফিসে জিয়া পরিবারের কোন ছবি ব্যবহার না করায় ক্ষুব্ধ নেতাকর্মীরা। যদি ছবি যুক্ত করা না হয় তাহলে এর সমুচিত জবাব দেয়া হবে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্বাচনী প্রধান অফিসের ছবি দিয়ে ছাত্রদল নেতা তাহমিদ খান শাওন বলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন ভুলগুলো শুধরে নেয়া হোক। নির্বাচনী কার্যালয়ের প্রধান গেট থেকে অবিলম্বে এই ব্যানার সরিয়ে খালেদা, তারেক জিয়ার ছবি সম্বলিত ধানের শীষের ব্যানার রাখতে হবে এবং নির্বাচনের পোস্টার যেন তারেক জিয়া এবং খালেদা জিয়ার ছবি থাকতে হবে, তা নাহলে আমাদেরকে পাবেন না। এবং আপনার বিরুদ্ধে যেতে সময় লাগবে না। হুশিয়ারি।

কিবরিয়া চৌধুরী লিখেন, নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচনী ব্যানারে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার ছবি নেই, নেই বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার। কিন্তু সবচেয়ে বেশি দুঃখ লাগে বিএনপির কিছু অতিউৎসাহীরা দলের প্রতিকের প্রচারণা না করে ব্যক্তির প্রচারণা শুরু করেছেন। তাদের মনে রাখা উচিত, ব্যক্তি ক্ষণস্থায়ী কিন্তু প্রতিক স্থায়ী।

সাইফুর রহমান লিখেছেন, ঘরে বসে ভোট দেবো ধানের শীষে, সকল কর্মকান্ড বর্জন করবে জিয়ার সৈনিকেরা। পাশে বসে পরিচালনা করছেন দালাল প্রকৃতির কিছু বিএনপি নেতা তাদের এসব কি চোখে পড়ে না। তিনি ছাত্রদল, যুবদল, বিএনপি ইউনিয়নের নেতৃবৃন্দকে পোষ্টার না লাগাতে অনুরোধ করেন। শামীম আহমেদ লিখেন, মনেতে কি নতুন পোষ্টার লাগানো যাবে? একেএম ফজলুল হক রুবেল লিখেন, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, তারা যদি নেত্রীর ছবি পোষ্টারে ব্যবহার না করে, তাহলে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করবো না। জিয়াউদ্দিন মো. ইউছুফ লিখেন, নেত্রীর ছবি নাই, তাই নকল ধান ছড়া। ভোট দিমু না। কোদাল মার্কায় ভোট দেবো।