পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা: জনতার হাতে আটক এসআই আকবর

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৯ ২০২০, ১৪:৪৭

স্টাফ রিপোর্টার:

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে কানাইঘাট সিমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় খাসিয়া জনতার হাতে আটক হন এস‌আই আকবর। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট পুলিশ সুপার।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

রায়হান হত্যাকাণ্ডে বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর, হাসান উদ্দিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।