পাইলটের পাসপোর্ট বাসায়, যাত্রীরা আড়াই ঘণ্টা বিমানে!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ৩০ ২০২০, ১৩:১৩

বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে

ইমিগ্রেশন, বোর্ডিংসহ আনুষ্ঠানিকতা শেষে ওমানগামী যাত্রীদের তোলা হয় বিমানে, কয়েক মিনিট পর ছাড়ার কথা। কিন্তু ইমিগ্রেশনে আটকে পড়েন পাইলট। এতে নির্ধারিত সময়ের পরে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় শতাধিক যাত্রী বহনকারী ফ্লাইটটিকে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২১ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, পাইলটের নাম নাসিফ রহমান নাফি। রাত ৯টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল।

তবে এ বিষয়ে বিমানবন্দরের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পাসপোর্ট ফেলে বিমানবন্দরে চলে আসার পর পাইলট নাফি লোক পাঠিয়ে তার বাসা থেকে পাসপোর্ট আনেন। এরপর রাত সাড়ে দশটার দিকে তিনি বিমানটি ফ্লাই করার চেষ্টা করে রানওয়েতে যান। কিন্তু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে কয়েক মিনিটের মধ্যে বিমানটি ২ নম্বর বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

অবশেষে রাত ১২টা ১৫ মিনিটে বিমানটি যাত্রা শুরু করে।