পথশিশু | আবদুর রহমান কোব্বাদী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৫ ২০১৯, ০৭:১৫

পথশিশু
…………………………………
আবদুর রহমান কোব্বাদী

তোমার শিশু কাঁদলে তুমি
হুশ হারিয়ে হ‌ও বেহুঁশ
ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশু
বুঝতে শেখো ওরাও মানুষ

ছেঁড়াপ্যান্ট আর ময়লাজামা
অবহেলার আবর্জনা
সারা অঙ্গে মেখে সে!
ডাস্টবিনের ময়লা খেয়ে
একটু খানি শান্তি খুঁজে
স্টেশন এর মেঝেতে!

ভাগ্যাহত শিশুগুলো
খাদ্যাভাবে কাতর হয়ে
করে শুধু হাহাকার!
ক্লান্ত দেহে
মলিন চোখে
স্বপ্ন দেখে বাঁচবার!
কেউ এসে বলবে তাকে
থাকবে তুমি আমার সাথে
মন্ত্র শিখবে হাসবার!

এই সমাজের কিছু লোকে
পাতে তাদের নোংরা ফাঁদ
অভয় দিয়ে দেখায় তাদের
অপরাধের গভীর খাদ

লাশের আবার মৃত্যু কিসের
বাঁচতে হলে লড়াই চাই
বাঁচার জন্য সব করে যায়
ন্যায়-অন্যায়ের নেই বালাই