পটুয়াখালীতে করোনা শনাক্ত ১০০ ছাড়াল

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১১ ২০২০, ২২:৩২

মেহেদী হাসান, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বাড়ছে। এক দিনে নতুন করে শিশুসহ ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে জেলার সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পরীক্ষার ফলাফলের এই তথ্য পৌঁছায়। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১১৩। মারা গেছেন ৬ জন কোভিড–১৯ রোগী।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিন বছরের একটি শিশু ও চারজন নারী আছেন। এই চার নারীর বয়স ৩৫ থেকে ৪৮ বছর। সংক্রমিত ২৫ পুরুষের মধ্যে ১৫ থেকে ২৫ বছর বয়সী ৭ জন, ২৬ থেকে ৩৫ বছর বয়সী ৬ জন, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ৫ জন, ৪৬ থেকে ৫৫ বছর বয়সী ৩ জন এবং ৫৬ থেকে ৭৬ বছর বয়সী ৪ জন।

এদিকে জেলায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায়, ৫৮ জন। সবচেয়ে কম শনাক্ত ৩ জন, মির্জাগঞ্জ উপজেলায়। এ ছাড়া বাউফলে ১৮ জন, কলাপাড়ায় ১০ জন, দুমকিতে ১০ জন, দশমিনাতে ৬ জন, গলাচিপায় ৪ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।