পটিয়ায় লাইসেন্সবিহীন নোংরা খাবার তৈরি করায় এক হোটেলকে জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৩ ২০২০, ১৪:২৮

এম হেলাল উদ্দিন নিরব। পটিয়া, চট্টগ্রাম:

পটিয়া উপজেলার পৌরসভা সংলগ্ন বাসস্ট্যান্ডশনের সামনে নূরে মদিনা গোল্ডেন হোটেলে গতকাল রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে এবং লাইসেন্সবিহীন নোংরা খাবার সামগ্রী তৈরি করার অপরাধে গোল্ডেন হোটেলের মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা।

এদিকে হোটেলের বিভিন্ন কিছু তল্লাশি চালিয়ে নোংরা খাবার তৈরি করার সামগ্রী বের করে জনসাধারণ মানুষের সামনে তুলে ধরেন,

এবং সাধারণ মানুষদের উদ্দেশ্য করে (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন,আপনারা কি খাচ্ছেন সেগুলো একটু নিজের চোখে দেখুন,তারা কি দিয়ে এসব খাবার তৈরি করছে, এবং তৈরি সামগ্রী তেল, ঘি,এবং নোংরা দুধসহ এই সব জনসাধারণ মানুষের সামনে পেলে দেন উপজেলা প্রশাসন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, পটিয়ায় যেকোনো জায়গায় দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ নেয়া হলে সাথে সাথে আমাদের কে জানাবেন,এবং গোল্ডেন হোটেলের মতো নোংরা খাবার তৈরি সামগ্রী তৈরি করার খবর পাওয়ার সাথে সাথে আমাদের কে জানাবেন আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্হা গ্রহণ করবো।

এদিকে বিভিন্ন দোকান অভিযান চালিয়ে সর্বমোট ৭ প্রতিষ্টানকে ১ লক্ষ ৮৪ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।বিষয় টি নিশ্চিত করেন পটিয়া উপজেলার ইউএনও ফারহানা জাহান উপমা।