নৌকার পক্ষে ভোট চাইলেন সাকিব আল হাসান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১০ ২০১৮, ১৮:৫৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান তরুন ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চাইলেন।

সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে ভোট দিতে তরুণদের উদ্বুদ্ধ করার জন্য ‘হ্যাশট্যাগ আই অ্যাম বাংলাদেশ’ (#IamBangladesh) প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ভোটারদের কাছে নৌকায় ভোট চান সাকিব। তিনি বলেন, ‘৩০ তারিখে অবশ্যই আপনারা উন্নয়নের পক্ষে সকাল থেকে ভোট দিবেন। আমরা সবাই জানি, আমরা কোন দিকটাতে ভোট দিবো। আমি বলবো, আমরা সবাই মিলে যেনো মাননীয় প্রধানমন্ত্রীর….।’ সাকিব এটুকু বলার পর উপস্থিত শ্রোতারা ‘নৌকা’ ‘নৌকা’ বলে স্লোগান দিতে শুরু করেন। এরপর সাকিব বলেন, ‘অবশ্যই, নৌকার পক্ষে ভোট তো আমরা দেবোই। এটা তো আসলে বলা লাগবে না।’ রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘কালকে মাঠে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে, পুরো গ্যালারিভরা দর্শক কমপক্ষে আট থেকে দশ বার শুধু ‘নৌকা’ ‘নৌকা’ করেছে। আমি নিশ্চিত, পুরো বাংলাদেশের মানুষই এমন কাজ করবে এবং আমাদের যে উন্নয়নের ধারা সেটা অব্যাহত রাখবেন