নেত্রকোনায় নতুন ৫ জনসহ মোট ২২ জনের করোনা শনাক্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৭ ২০২০, ২৩:২২

আজ নেত্রকোণায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে৷ এ নিয়ে নেত্রকোণায় মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২২ জন৷

আজ শনাক্তদের মধ্যে বারহট্টা থানা এলাকার ৩ জন যার মধ্যে গোপালপুর বাজার এলাকার ২ জন (১ জন উক্ত উপজেলায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং অন্যজন উপজেলা হাসপাতালের কর্মচারী) এবং অন্য একজন উপজেলার একটি ডায়গনস্টিক সেন্টারের কর্মকর্তা যার বাড়ি নিশ্চিন্তপুর এলাকায়৷

কলমাকান্দা এলাকায় আজ শনাক্ত হয়েছে ২ জন৷ এর মধ্যে উপজেলা হাসপাতালের কর্মচারী এবং অন্যজন (নারী) গার্মেন্টস কর্মী যিনি গত বুধবার (১৫ তারিখ) নারায়নগঞ্জ থেকে নেত্রকোণায় এসেছেন৷

করোনা সংক্রমন রোধে সচেতনতার কোন বিকল্প নেই৷ নেত্রকোণার সর্বত্র করোনা এখন ছড়িয়ে পড়েছে৷ আপনি যে দোকানে যাচ্ছেন সেখান থেকে সংক্রমিত হতে পারেন, যে অটো বা রিক্সায় ঘুরছেন তার মাধ্যমে সংক্রমিত হতে পারেন, যে লোকটির সাথে অযথা আড্ডা দিচ্ছেন তার মাধ্যমে সংক্রমিত হতে পারেন৷ অতএব জরুরী কারণ ব্যতীত বাইরে বের হবেন না এমনটিই বলেন নেত্রকোনা জেলা পুলিশ।