নেইমারকে আটকানোর উপায় পাচ্ছে না বেলজিয়াম

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৬ ২০১৮, ১০:৫৭

বিশ্বকাপ ডেক্সঃ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেইমার গোল করেছেন, ফিরমিনোর দ্বিতীয় গোলে অ্যাসিস্টও ছিল তারই। কোয়ার্টারে নেইমারদের প্রতিপক্ষ বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মুনিয়ের বলছেন, নেইমারকে আটকানোর কোনো উপায়ই জানেন না তিনি!

ইনজুরি কাটিয়ে তিন মাস পর ব্রাজিল দলে ফিরেছিলেন। তবে গ্রুপ পর্বে পুরোপুরি সুস্থ ছিলেন না নেইমার, জানিয়েছিলেন কোচ তিতে। মেক্সিকোর বিপক্ষে নেইমারের সেরা খেলা দেখা যাবে, তিতের ভবিষ্যৎবাণী ছিল এমনটাই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে, নেইমারে সওয়ার হয়েই মেক্সিকো বাধা পার করেছে সেলেসাওরা।

নেইমারের সাথেই মুনিয়ের খেলেছেন আগের মৌসুমে। পিএসজি সতীর্থ নেইমারের খেলার ধরন, কৌশল সবকিছুই তার জানা। তবুও নেইমারকে আটকাতে পারবেন কিনা, সে নিয়ে সন্দিহান এই বেলজিয়াম ডিফেন্ডার, ‘আসলে আমি তাকে আটকানোর উপায় জানি না, দলের কেউই হয়তো জানে না। হয়ত প্রতিপক্ষ কিংবা সতীর্থ হিসেবে নেইমারের চেয়ে ভালো আর কাউকে দেখিনি। তার খেলার কৌশল ধরতে পারা খুবই কঠিন। তাই তাকে আটকানোটাও কঠিন হয়ে যায় ম্যাচের সময়। তবুও আমি নিজের সবটুকু দিয়েই তাকে আটকে রাখার চেষ্টা করবো।’

শুধু নেইমার না, বেলজিয়াম ভাবছে ব্রাজিলের অন্য ফরোয়ার্ডদের নিয়েও, ‘শুধু নেইমারকে নিয়ে ভাবলেই তো হবে না। কৌতিনিয়ো, ফিরমিনো, হেসুসসহ অন্যদের নিয়েও পরিকল্পনা সাজাতে হবে। আমরা বিশ্বের সেরা দলে বিপক্ষে খেলতে নামব। ব্রাজিলকে হারিয়ে পরের রাউন্ডে যেতে হলে বেলজিয়ামকে নিজের সেরা খেলা খেলতে হবে।’

আজ শুক্রবার (৬) জুলাই বাংলাদেশ সময় রাত ১২ টায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম।