নুসরাতের জন্য চিরকুটের গান ‘পারলা দয়াল পারলা’

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৫ ২০১৯, ১২:১৩

 

পরীক্ষা কেন্দ্রে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। তার মৃত্যুতে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। নুসরাত হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে এরই মধ্যে মাঠে নেমেছে শোবিজ অঙ্গনের তারকারাও।

নুসরাতের জন্য এবার গান প্রকাশ করলো দেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। এর শিরোনাম ‘পারলা দয়াল পারলা’। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে দলটির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সমস্য শারমীন সুলতানা সুমি বলেন, ‘একজন সংগীতশিল্পীর প্রতিবাদ, প্রতিরোধের ভাষাই হচ্ছে গান। নুসরাতের ঘটনায় সবার মতো আমরাও স্তব্ধ। চুপ বসে থাকতে পারিনি। গানটা কয়েক মাস আগে করেছিলাম। গানটি এবার ভিন্নভাবে উপস্থাপন করলাম। আর গানের ভিডিওটি সাদাকালো রাখার কারণ, এমন একটা বেদনাদায়ক ঘটনার পর বৈশাখের রংও ম্লান হয়ে যায়।’

‘পারলা দয়াল পারলা’ গানের ভিডিও নির্মাণ করেছেন স্থপতি মারুফ। গানের ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে সুমি লিখেছেন, ‘বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ার ঠিক শেষ মুহূর্তে জানি না নুসরাতের এমনটাই মনে হয়েছিল কি না। এপারে জীবন ভার, রূঢ়, বর্বর, অস্বাভাবিক। ওপারে তুমি নিশ্চয় ভালো থাকবে নুসরাত।’

‘পারলা দয়াল পারলা’ গানের ভিডিও-

পারলা দয়াল পারলাএই মরারেই মারলাবিচার চাইতে গিয়ে আগুনে পোড়ার ঠিক শেষ মুহূর্তে জানিনা নুসরাতের এমনটাই মনে হয়েছিল কি না। এপারে জীবন ভার, রূঢ় , বর্বর, অস্বাভাবিক। ওপারে তুমি নিশ্চয় ভালো থাকবে নুসরাত।

Posted by Chirkutt on Saturday, 13 April 2019