নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাওলানা জুনায়েদ আল-হাবীব

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১১ ২০১৮, ০৯:১১

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় প্রতীকে তাঁর নির্বাচন করার কথা ছিল।

জমিয়তের দলীয় সূত্র বলছে, বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে তিনি সরে দাঁড়িয়েছেন। মির্জা ফখরুল তাকে ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর পক্ষে কাজ করার অনুরোধ করেছেন।

মাওলানা জুনায়েদ আল-হাবীবও বিষয়টির সত্যতা স্বীকার করে একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আসন্ন নির্বাচনে যাতে ঐক্যবদ্ধ রাজনীতিতে কোন বিরূপ ফলাফল না হয়, সে জন্য বিএনপি মহাসচিবের অনুরোধে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছি এবং ঐক্যফ্রন্ট প্রার্থীর বিজয় কামনা করছি।’