নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠিত হলে বিজয় সুনিশ্চিত: আলহাজ্ব আবদুর রহমান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১০ ২০১৮, ১৮:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দের দিন ছিল আজ। ঢাকা-০৭ আসনে চূড়ান্ত ১২জন প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেন ঢাকা জেলা রিটর্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। উক্ত প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে শান্তির প্রতীক “হাতপাখা” বরাদ্দ দেয়া হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর পীরসাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান সাহেব কে। এ সময় “হাতপাখা” প্রতিক বরাদ্দ পেয়ে তিনি ও তার নেতা কর্মী ও সমর্থকবৃন্দ আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেন। প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সামনে এক সাক্ষাৎকারো আলহাজ্ব আব্দুর রহমান সাহেব বলেন বর্তমানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। এই বিষয়ে নজরদারি ও ব্যবস্থা গ্রহণের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। আশা করছি, তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরো বলেন, পুরাতন ঢাকার সর্বস্তরের জনগণ আমার পাশে আছে, তারা পরিবর্তন চায়, তাই আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এ সময় আরে উপস্থিত ছিলেন ঢাকা-০৭ আসনের যুগ্ম সমন্বয়কারী মুফতি সিদ্দিকুর রহমান, অর্থ সমন্বয়কারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, প্রস্তাবকারী আলহাজ্ব আলী আকবর, সমর্থনকারী আলহাজ্ব মাহতাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি