নিজের বিবেককে প্রশ্ন করুন এটা কি হাদীসে রাসুলের সাথে চরম বে-আদবী নয়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৬ ২০১৯, ২০:১১

জুনাইদ আহমাদ:: 

একজন পরীক্ষার্থী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের জন্য দিন-রাত কঠোর মেহনতের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে ৷পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষার হলে বসে এক ঘন্টা উত্তরপত্র লেখার পর যখন প্রশ্নফাঁসের দরূন পরীক্ষা স্থগিত বা বাতিলের ঘোষণা হয় তখন একজন মেহনতি পরীক্ষার্থী কতটা কষ্ট পায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ৷আমি অধমও এ বছর হাইয়াতুল উলয়ার একজন পরীক্ষার্থী ৷প্রশ্নফাঁসের ঘটনায় সকল পরীক্ষার্থীদের মতো আমারো হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ৷

দ্বিতীয়বার হাইয়ার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর হাতেগোনা ক’জন বন্ধু”রাগের বশীভূত হয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র ছিড়ে টুকরো টুকরো করে মাথার উপরের দিকে ছুড়ে মেরেছেন এটা কতটুকু অপরাধমূলক কাজ করেছেন তা নিজের বিবেককে-ই প্রশ্ন করুন ৷ আপনি যেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ছুড়ে মেরেছেন সেখানে কি লিখা ছিলো, রাসুল সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদীস শরীফ ৷

রাগের বশীভূত হয়ে আপনি রাসুল সা. এর পবিত্র হাদীস লিখা প্রশ্নপত্র ছিড়ে টুকরো টুকরো করেছেন ৷ হাদীসের ইবারতে রাসুল সা.পবিত্র নাম এবং দরূদ শরীফের পাশাপাশি রাসুল সা.সংশ্রবধন্য সাহাবীগণের বরকতময় নাম ও মুহাদ্দীসগণের নাম উল্লেখ থাকে ৷ সেই প্রশ্নপত্র-উত্তরপত্র ছিড়ে টুকরো করে কতবড় অপরাধ করেছেন সেটা বিচারের দায়ভার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম ৷ বারো-চৌদ্দ বছর ইলম নববী শিখে হাদীসে রাসুলের সাথে এমন চরম বেআদবী বড়ই দুঃখজন ৷

মুহতারাম!আপনি আমার চেয়ে অনেক বেশি বুঝেন;অনেক বেশি জ্ঞানী ৷ তাই আপনাকে বয়ান করা আমার উদ্যেশ্য নয় ৷ বরং আমার মনের চাপা ব্যথাটা আপনার সমীপে তুলে ধরলাম ৷

একবারও কি চিন্তা করেছেন যে, আপনি কোন জিনিস ছিড়ে টুকরো টুকরো করতেছেন? আপনি”আল্লাহু”শব্দকে ছিড়ে টুকরো করেছেন, আপনি”নাবীয়্যুন”শব্দকে ছিড়ে টুকরো করছেন ৷ আপনি আম্মাজান হযরত আয়শা রাদি.এর নাম মোবারক ছিড়ে টুকরো করেছেন, হযরত আনাস ইবনে মালেক রাদি.এর নাম আপনি টুকরো টুকরো করেছেন ৷ প্রশ্নপত্র-উত্তরপত্র ছিড়ে হাদীসে রাসুলের সাথে কত বড় স্পর্ধা আপনি দেখিয়েছেন তা নিজের বিবেককে প্রশ্ন করুন ৷

রক্তে মাংসে গড়া মানুষ ৷ রাগ জিনিসটা কম-বেশি সবারই আছে ৷ প্রতিবাদ মানুষের স্বভাবগত বিষয় ৷ এই যুবক বয়সে সবারই গায়ের রক্ত গরম ৷ তা স্বাভাবিক ৷ প্রশ্নপত্র ফাঁসের ঘোষণা শুনার পর প্রতিবাদের আগুন জ্বলেছিল ৷ তবে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছি ৷

প্রিয় বন্ধু! আপনি আগামীর রাহবর,পথ পদর্শক ৷ উম্মত আপনাকে অনুসরণ করবে ৷ আপনার প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে হওয়া চাই৷ রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আপনি একজন “আলেম” ৷

পরিশেষে বলবো, যাঁরা প্রশ্নপত্র-উত্তরপত্র ছিড়ে টুকরো টুকরো করেছেন খাটি দিলে আল্লাহর নিকট তাওবা করুন ৷