নিখোঁজ ইলিয়াস আলীর আসনে গণ ফোরাম প্রার্থী এগিয়ে

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩০ ২০১৮, ১৬:২৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলার ৭৪টি কেন্দ্রে ৪৩২৩৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপ্জিামায়াত জোট ও ঐক‌্যফ্রন্টের সমর্থিত উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মোকাব্বির খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ‘ডাব’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতা মুহিবুর রহমান পেয়েছেন ২২৫১৪ ভোট।
নির্বাচনের শেষ মুহুর্তে ইলিয়াস পত্নীর প্রার্থীতা বাতিল হওয়ায় গণ ফোরামের প্রার্থী মোকাব্বির চৌধুরীর সূর্য মার্কায় সমর্থন জানায় ইলিয়াস আলীর পরিবার ও স্থানীয় বিএনপি।

এছাড়া বিশ্বনাথ উপজেলার ৭৪টি কেন্দ্রে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস‌্য ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৭৬৩৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ ঘরনার হিসেবে পরিচিত অধ‌্যক্ষ ড. এনামুল হক সরদার ‘সিংহ’ প্রতীকে পেয়েছেন ৪৭০২ ভোট, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে পেয়েছেন ২৬২৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব মল্লিক ‘কার’ প্রতীকে পেয়েছেন ৫১৮ ভোট, ইসলামী আন্দোলনের মোঃ আমির উদ্দিন ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ৯৬৩ ভোট, এনপিপির মনোয়ার হোসাইন ‘আম’ প্রতীকে পেয়েছেন ৬৬৫ ভোট ও বিএনএফ এর মোশাহিদ খান ‘টেলিভিশন’ পেয়েছেন ১৪৪ ভোট