নান্দাইলে ঔষধ বিক্রয়প্রতিনিধি করোনা পজেটিভ, মোট আক্রান্ত ৯

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০২০, ২২:৩৪

এম. জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইলে ৪০ বছর বয়সী ঔষধ কোম্পানির এক বিক্রয়প্রতিনিধির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আজকের একজনসহ এ পর্যন্ত নান্দাইলে মোট ৯ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন এবং হোম আইসোলোশনে আছেন ৭ জন।

জানা যায়, করোনায় নতুন করে আক্রান্ত ঐ ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির বাড়ি নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে।

সোমবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল আহম্মেদ নাসের করোনায় সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন এবং সকালে রোগীর বাড়ি পৌছে স্বাস্থ্য বিধির উপর নির্দেশ দিয়ে আসেন।

ডাঃ ইকবাল আহম্মেদ নাসের জানান, আজ পর্যন্ত নান্দাইল থেকে ২৭০ টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এতে ১৯৪ টির ফলাফলের মধ্যে মোট আক্রান্ত রোগীর সনাক্ত করণ হয়েছে ৯ জন।