নাজিরহাট বড় মাদ্রাসার খতমে বুখারিতে আসছেন দেওবন্দের মুহতামিম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০১৯, ১০:৩১

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: উত্তর চট্টলার শতবর্ষী ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়াতুল ইসলামিয়া নছিরুল ইসলাম (নাজিরহাট বড় মাদ্রাসা)’র দাওরায়ে হাদিস সমাপনী বর্ষের বুখারি শরিফের শেষ সবক (খতমে বুখারি) ও দোয়া মাহফিল আগামী ২৪ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিখ্যাত প্রাচীনতম দীনি বিদ্যানিকেতন দারুল উলুম দেওবন্দের (ভিসি) মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী খতমে বুখারি ও দোয়া মাহফিলে যোগদান করে শেষ দরস প্রদান করবেন। মাদ্রাসা কৃর্তপক্ষ একুশে জার্নালকে বলেন, তিনি রবিবার সকাল ১১টায় হেলিকপ্টার যোগে সরাসরি মাদ্রাসায় আসার কথা রয়েছে, দুপুর ২টায় মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

নাজিরহাট মাদরাসার শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা ইদ্রিস এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

আগত মেহমান ও ছাত্রদের উদ্দেশ্যে আলোচনা করবেন জামিয়ার প্রধান মুফতি ও ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি হাবিবুর রহমান।

এছাড়াও জামিয়ার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ উপস্থিত থাকবেন।