নাগেশ্বরী হামিউচ্ছুন্নাহ কওমী মাদরাসার ‘তলাবা সম্মেলন’ অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৫ ২০১৯, ০০:২০

একুশে জার্নাল ডেস্ক: আজ ১৪ আগস্ট বুধবার, কুড়িগ্রাম জেলার সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা নিকেতন নাগেশ্বরী থানার প্রাণকেন্দ্রে অঅবস্থিত হামিউচ্ছুন্নাহ কাসিমুল উলুম কেরামতিয়া কওমী মাদরাসার তলাবা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনটি হামিউচ্ছুন্নাহ মাদরাসার সম্মানিত মোহতামিম মাও. আমিনুল ইসলাম সাহেবের সভাপতিতে এবং মাও. আব্দুল মজিদের সঞ্চালনায় সকাল দশটা থেকে আসর পর্যন্ত নাগেশ্বরী হামিউচ্ছুন্নাহ কওমী মাদরাসায় অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে সভাপতির বক্তব্যে মাও. আমিনুল ইসলাম বলেন, সমাজে সঠিক ভাবে দ্বীনের কাজ করতে হলে, আমাদের একতাবদ্ধের বিকল্প নেই। তিনি আরো বলেন, আজ আলেম সমাজ ঐক্যবদ্ধ না থাকার কারনে দ্বীনের অনেক কাজ আঞ্জাম দিতে বেশ ঝামেলা পুহাতে হচ্ছে। তাই প্রয়োজন আমাদের একতাবদ্ধতা।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে বড় ফেতনার রূপ ধারণ করেছে ফেতনায়ে সা’দিয়ানি। তিনি বলেন, ফেতনায়ে সা’দিয়ানি একটি মারাত্মক ফেতনা। তাদের মূল লক্ষবস্তু হলো সাধারণ মানুষকে ধোকা দিয়ে আলেম ওলামাদের থেকে বিমুখ করা। এহেন পরিস্থিতিতে আলেম ওলামাদের সোচ্চার থাকতে হবে, যেন তারা সরলমনা মুসলামদের ধোঁকায় ফেলতে না পারে।

তিনি বলেন, আমি সকলের প্রতি উদার্থ আহ্বান জানাবো আসুন! আমরা একতাবদ্ধভাবে একটি মজবুত একটি প্ল্যাটফর্ম তৌরি করি। যেন, উক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে সকল বাতিলের মোকাবেলা করতে পারি।

সম্মেলনে আরো বক্তব্য রাখের হামিউচ্ছুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাও.শামসুল আলম সাহেব ও উক্ত মাদরাসার আসাতেযায়ে কেরামসহ স্থানীয় বিভিন্ন মাদরাসার মোহতামিম ও শিক্ষক বৃন্দ।

পরিশেষ আগামী বৎসর তলাবা সম্মেলনের সফলতার লক্ষে ১৫ সদস্যের কার্যকারী কমিটি গঠন করে সভাপতির মুনাজাত ও দুআর মাধ্যমে তলাবা সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।