নদীর জীবনের খোঁজে: জিনিফা ইফাত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২০ ২০১৯, ০০:১৪

এক সময়ের অপূর্ব নদী,
এক সময়ে নাব্যতা হারায়,
এক সময়ে আবার নদী জীবনের খোঁজে।

ভেলামতী নদী

দেশের ৬৪ টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী,খাল
এবং জলাশয় পুনরায় খনন ( প্রথম পর্যায়)।
শীর্ষক প্রকল্পের আত্ততায় আনা হয়ে থাকে।
এই পরিকল্পনা বাস্তবায়নে দিনাজপুর জেলার
চিরিরবন্দর উপজেলাধীন আখিরদাড়া ভেলা-
মতী খাল পুনরায় খনন করার উদ্যোগ নেন।
১২ কিলোমিটার খনন করার জন্য শুভ উদ্বোধন
করেন জনাব আবুল হাসান মাহামুদ আলী
(এমপি)।মাননীয় জাতীয় সংসদ সদস্য -৯,
দিনাজপুর -৪। তারিখঃ৭ বৈশাখ ১৪২৬ বাংলা
এবং ২০ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ। বাংলাদেশ পানি
উন্নয়ন বোর্ড,দিনাজপুর এর ক্রমান্বয়ে
বাস্তবায়িত হতে চলছে। পূর্বের যে ব্রীজটি
ছিলো সেটি বড় পিলার গুলো গাছের বড়
গুল দিয়ে নির্মাণ করেন । এক সময় নদীটি
ভরপুর ছিলো। এখন তাঁর নাব্যতা হারিয়ে
গেছে। আর মৎস্য জীবিরা জীবিকার জন্য
পেশা বদলে অন্য পেশায় নিযুক্ত হচ্ছে। এটি
খনন করলে সাধারণ মানুষের উপকার হবে।
কৃষক ভাইয়ের ফসলি জমির পানির ভোগান্তি
কমবে। এই নদীটি বর্ষার বৃষ্টিতে ভরপুর থাকে
পানি। বাকি সময় ধু ধু মাঠ। পানি না
থাকায় কেউ ভুট্টা,ধান,শাক- সবজি আবাদ
করে। এতে নদীর সৌন্দর্য কমে যাচ্ছে। আমরা চাই নদী চির আম্লান থাকুুক। ফিরে পাক নদীর
জীবনের গতিপথ।