নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যা: রিজভী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২০ ২০২০, ১৮:৫২

বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণেই বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশের সীমানা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বাংলাদেশের মর্যাদা ধরে টান দিয়েছেন। ভারত প্রতিনিয়ত বাংলাদেশিদের গুলি করে হত্যা করলেও, তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশের মানুষদের হত্যার ন্যায্যতা দিয়েছেন তিনি।

সীমান্তে হত্যার প্রতিবাদে ২১ ডিসেম্বর দেশব্যাপী জেলা ও মহানগরে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন। এছাড়া, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করার দলীয় কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।