নকল স্বর্ণ দিয়ে ছিনতাইকালে গণ-ধোলাইয়ের শিকার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৬ ২০১৯, ১৭:৪৪

একুশে জার্নাল ডটকম

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিনব কায়দায় নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণ ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সন্ধ্যা ৭ দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের তেতুল তলে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর ২ সদস্যরা হচ্ছে, রাশেদ (২৮), পিতা মৃত আবুল কালাম, টুমচর ইউপি,লক্ষীপুর।আবদুল আজিজ(৩১) পিতা আবদুল মুনাফ,পূর্ব বাকলিয়া কালা মিয়া বাজার চট্টগ্রাম বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকিনা বেগম নামের এক মহিলা বেড়াতে যাওয়ার পথে ছিনকারীরা গাড়ির মধ্যে একটি স্বর্ণের বার পেয়েছে বলে ওই মহিলাটিকে বলেন।

স্বর্ণের বারটি তাকে দিয়ে দুটি কানের দুল হাতিয়ে নেয়।

এ সময় তারা আরো বলেন আপনি দুটি কানের দুল দিলে হবে না আরো কিছু দিতে হবে।

মহিলাটি ছিনতাইকারীকে বলেন আমার কাছে এখানে নেই, বাড়িতে যেতে হবে। ছিনতাইকারীরা তাদের বাড়ি পর্যন্ত চলে যায়।

পরে ওই মহিলা ঘর গিয়ে আরে কিছু স্বর্ণ ছিনতাইকারীকে দেওয়ার সময় তার পরিবারের লোকজনের সন্দেহ হলে ছিনতাইকারীর সদস্যদের ডাক দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এক ছিনতাইকারীর মাথায় ইট নিক্ষেপ করলে এক ছিনতাইকারীর মাথা ফেটে গাড়ি থেকে পড়ে যায়। স্থানীয় জনতা তাদের ধাওয়া করে ধরে ফেলে, উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ রাত সাড়ে আটটার দিকে আব্দুল্লাপুর থেকে ওই ছিনতাইকারীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ফটিকছড়ি থানায় নিয়ে যায়। আজ (২৬ শে জুন) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, রাতে আব্দুল্লাপুর থেকে দুই ছিনতাইকারীকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।