দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে; খেলাফত মজলিস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৯ ২০২২, ০০:৩২

সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন- “চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিকে সরকার বারবার জ্বালানী তেল, বিদ্যুৎ ও পানির দাম বাড়াচ্ছে। অন্যদিকে সরকারের প্রশ্রয়ে পুঁজিপতি শ্রেণি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে চলছে। জনগণের জীবন নিয়ে আজ ছিনিমিনি খেলা হচ্ছে। দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।”

বক্তারা বলেন- “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন-২০২২ এর নামে নির্বিঘ্নে মদপানের বৈধতা দেয়া হয়েছে। যুবসমাজ ও তরুন প্রজন্মকে ধ্বংসের নীলনক্সার অংশ হিসেবে মদের লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেয়া হয়েছে। এদেশের ছাত্র সমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করার পরিনাম শুভ হবে না। অবিলম্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন-২০২২ বাতিল এবং মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে ধর্মীয় শিক্ষা পূণর্বহাল করতে হবে।”

নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ৮ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর কোর্ট পয়েন্টে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগরী সহসভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহসভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহসভাপতি অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস ওও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক মাওঃ মাসুক আহমদ, হাফিজ মাওঃ মনজুরে মাওলা, হাফিজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা হাবীবুর রহমান আবদাল, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, জাহেদ আহমদ চৌধুরী ও ছাত্রনেতা লিটল আহমদ জুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট সিটি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।