দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৭ ২০১৯, ১৮:৫০

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে রাষ্ট্রের প্রতিটি বিভাগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুদ্ধাচার ও সততার চর্চার মাধ্যমে সকল প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি দুর্নীতিসহ বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য জেলা প্রশাসনকে অবগত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

তিনি ৭ জুলাই রোববার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সিলেট আয়োজিত “দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে গতিশীলকরণ” শীর্ষক দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় সিলেটের পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ এর সভাপতিত্বে ও উপ-পরিচালক মোঃ নুর-ই-আলম এর পরিচালনায় কর্মশালায় সিলেটের ৫ জন উপজেলা নির্বাহী অফিসার, ৫ জন শিক্ষা অফিসার, ১৩টি উপজেলার দুর্নীতি দমন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিলেট ও সুনামগঞ্জের ৩০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।