দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে খোদাভীরু লোকের শাসনের বিকল্প নাই– চরমোনাই পীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৪ ২০১৯, ১২:০৬

একুশে জার্নালঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বদরযুদ্ধ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে হকের লড়াই। বদর যুদ্ধের চেতনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান ভোটারহীন সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।

তিনি বলেন ইসলাম একটি সাধারণ সৃষ্টির স্বাধীনতাও নিশ্চিত করেছে। অথচ বর্তমান সময়ে মানুষেরও স্বাধীনতা নেই। মানুষের বাক-স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করতে হলে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কৃষি প্রধান দেশে আজ কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কৃষির এই অর্থনৈতিক সেক্টরের অস্তিত্ব আজ বিলীন হবার পথে। এক শ্রেণির সিন্ডিকেটদের হাত আজ এই সেক্টর জিম্মী হয়ে আছে।

বৃহস্পতিবার (১৭ রমজান) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ‘ঐতিহাসিক বদরের চেতনা ও মুসলিম বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মহিফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ দেশবাসী যে ভয়াল দুর্নীতি দেখেছে তা দুর্নীতির ইতিহাসকেও হার মানায়।