দীঘিনালায় গরীব কৃষকদের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ ও ছাত্র ফেডারেশন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০১ ২০২০, ১৪:২৬

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিনিয়ত কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের একটি টিম৷

 

শুক্রবার সকালে উপজেলার এক কৃষকের ৪০ শতক ধান কেটে ঘরে পৌছে দেওয়ার উদ্ভোদন করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ ফজলুল হক হৃদয়।

এ সময় তার সাথে আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সহ প্রায় ১৫ জন নেতাকর্মী।

মোঃ ফজলুল হক হৃদয় বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক বাবু পার্থ ত্রিপুরা জুয়েল দাদা’র নির্দেশনায় আমরা ছাত্রলীগের ২০ সদস্যের একটি টিম গঠন করে প্রতিনিয়ত কৃষকদের সহযোগিতা করে যাচ্ছি। যদি কোন কৃষক টাকা ও শ্রমিকের অভাবে ধান কাটতে না পারে তাহলে যেনো আমাদের সাথে যোগাযোগ করে।

মোঃ ওমর ফারুক বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় উপজেলার যেকোন এলাকার কৃষকদের সহযোগিতায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আমাদের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।