দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৫ ২০২০, ০৬:১৩

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পাহাড় কাটার অভিযোগে হাজী ব্রিক ফিল্ডকে দেড়লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০- ৪ এর (ক) ও (চ) ধারায় এ জরিমানা করা হয়।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার দীঘিনালা ইউনিয়নের ছনখোলা পাড়ায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ এ জরিমানা করেন।

এসময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞাণ জ্যোতি চাকমা, দীঘিনালা থানার এসআই পীযুষ কান্তি দে এবং তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারী এড়িয়ে দীঘিনালার গহীন ছনখোলা এলাকায় হাজী ব্রিকফিল্ডের সত্ত্বাধিকারী মোঃ নাছির উদ্দিন স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ইট বানানোর জন্য মাটি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ।

ঘটনার সত্যতা পেয়ে তাকে দেড়লক্ষ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কাটবে না মর্মে আদালতের নিকট মুচলেকা প্রদান করেন মোঃ নাছির উদ্দীন।

যেকোন ধরনের পাহাড় কাটা বে-আইনি ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।