দিরিলিসের জায়গা দখল করল ‘হারকিউলিস’

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১০ ২০১৯, ১৯:০১

আবির আবরার:

জনপ্রিয় টিভি সিরিজ ‘হারকিউলিস’-এর স্মৃতি ভুলে যাওয়ার কথা নয় দর্শকদের। দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বাংলায় ডাবিং করা এই মার্কিন সিরিজে বুঁদ হয়েছিলেন বহু মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্মকে দারুণ আকৃষ্ট করেছিলো ‘হারকিউলিস’।

এ প্রজন্মের অনেক দর্শকেরই দেখার সুযোগ হয়নি অ্যাডভেঞ্চারভিত্তিক এই সিরিজটি। নতুন প্রজন্মের দর্শকদের দেখার সুযোগ করে দিতে এবং পুরনো দর্শকদের স্মৃতিকে আবার নতুন করে জাগাতে মাছরাঙা টেলিভিশন প্রচার করতে যাচ্ছে ‘হারকিউলিস’।

মাছরাঙা কর্তৃপক্ষ জানায়, ১০ ফেব্রুয়ারি থেকে সিরিজটির প্রচার শুরু হচ্ছে তাদের চ্যানেলে। প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার রাত ৯ টায় প্রচারিত হবে এই সিরিজটি।

দীর্ঘ দিন যাবত চ্যানেলটিতে এই সময়ে দেখানো হচ্ছিল অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসভিত্তিক ড্রামা সিরিয়াল দিরিলিস ৷ তুর্কী সিরিয়াল দিরিলিসের ১ম ও ২য় সিজন দেখানো হয়েছে বাংলায় ডাবিং করে ৷ গত বছর নভেম্বরে ২য় সিজনের শেষ পর্বটি (২১৭) দেখানো হয় ৷

মাঝে জানা গিয়েছিল, মাছরাঙা ফেব্রুয়ারি থেকে দিরিলিস ৩য় সিজন দেখানো শুরু করবে ৷ কিন্তু তা হয়ত আর হচ্ছে না ৷ কেননা একই সময়সূচীতে হারকিউলিস দেখানোর সিদ্ধান্ত জানালো মাছরাঙা কর্তৃপক্ষ ৷

এ সিদ্ধান্তের ফলে দিরিলিস ভক্তদের মধ্যে চরম অসন্তোষ দেখা গেছে ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিরিলিস নিয়ে গড়ে ওঠা নানা গোষ্ঠীতে তা লক্ষ্য করা গেছে ৷ অাবার দিরিলিসের ৩য় সিজন দেখানোর দাবিতে মানববন্ধন করারও ঘোষণা দিতে দেখা গেছে অনেককে ৷

উল্লেখ্য, দিরিলিস সিরিয়ালটিতে ইসলামের মূল্যবোধ প্রায় যথাযথ ফুটিয়ে তোলায় সিরিয়ালটি ধার্মিক তরুণদের কাছে জনপ্রিয়তা লাভ করে ৷ সেসব তরুণদের ডাবিংকৃত বাংলা দিরিলিস না পাওয়ায় আরবি, উর্দূ ও তুর্কি ভাষায় দেখতে দেখা যাচ্ছে ৷