দিন বদলের দিন এসেছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৫ ২০১৯, ১৩:৩২

দিন বদলের দিন এসেছে
কাজী তানভীর

দিন বদলের দিন এসেছে
দিন বদলের দিন,
মাজলুমানের জীর্ণ বুকে
বাজাও সুখের বীণ।

কাঁদছে দেখো মা বোনেরা
ভারত ফিলিস্তিন,
লাশের মিছিল সংখ্যা ছাড়ি
বাড়ছে দিন-বদিন।

ঘর-বাড়ি সব ধুলায় মিশে
হচ্ছে মরুর মাঠ,
ভারত সাগর হচ্ছে রঙিন
বসছে লাশের হাট,

শোষণ-পীড়ন করছে জালেম
অবুঝ শিশুর ‘পর,
বুলেট বোমায় হানছে আঘাত
ভাঙছে মনের ঘর।

মায়ের চোখে খোকার মরণ
ভাইয়ের সামনে বোন,
দু’ঢোক পানি চাইলে তাঁরা
করছে তাঁদের খুন।

আমার বোনের সম্ভ্রমে আজ
সেই পশুদের চোখ,
আর্তনাদে চিৎকারে মম
যায় হারিয়ে সুখ।

করার ঐ রড কপাট হয়ছে-
তাঁদের জীবন ঘর,
লাঞ্ছনা আর বঞ্ছনাতে
সোনার জীবন খর।

সালাহ ঘুরির সন্তানেরা
রণাঙ্গনে আয়,
বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী
কূল পাবে না ধায়।

মা বোনেরা কাতর সুরে
ডাকছে তোদের ভাই!
রনাঙ্গনে পর ঝাঁপিয়ে
দিন বদলের দায়!

উৎসর্গ করলাম!
আমার প্রাণ প্রিয় সম্মানিত মানবলীলা সংবরণ ও মানস বিমুখ, আর্তনাদে কাতর মাজলুম মা-বাবা ও ভাই-বোনদের প্রতি!
আপনাদের কাছে অকাল ঋণী আমি!!!