দারুল আজহারের হিফজুল কোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৭ ২০১৯, ০০:২৮

আগামী ১৯ ডিসেম্বর দারুল আজহার ওসমানীনগর ক্যাম্পাস আয়োজন করতে যাচ্ছে ওসমানীনগর উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘ক’ এবং ‘খ’ দুই গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব লুৎফুর রহমান এডভোকেট। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত সাবেক স্পিকার, বাংলাদেশের সূর্যসন্তান ব্যারিস্টার আয়াছ মিয়া। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন উদীয়মান তরুণ প্রজন্মের সাড়া জাগানো কন্ঠশিল্পী আহমদ আবদুল্লাহ, মুজাহিদুল ইসলাম বুলবুল, শেখ এনাম, আরাফাত হুসাইন, আশরাফ আলী, রাকিব আল হাসান প্রমুখ।

এ লক্ষ্যে মাদরাসা মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা শামসুল আলম সিরাজী, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নাযীফুল হকের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি মিনহাজ উদ্দিন মিলাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সিলকো হোমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক, মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল হান্নান।
সভায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

বাস্তবায়ন কমিটির এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন. দারুল আজহার ওসমানী নগর ক্যাম্পাসের শিক্ষা সচিব মাওলানা উবায়দুল্লাহ হারুন , হিফজ বিভাগীয় প্রধান এইচ এম আশিকুর রহমান, শিক্ষক মাওলানা আব্দুর রশীদ, এইচ এম মিসবাহ উদ্দিন, নজরুল ইসলাম স্যার, DTLV এর ট্রেইনার জনাব মস্তাক উদ্দিন মিফতাহ এবং ম্যানেজার মিনহাজ আহমেদ প্রমুখ।

পরিশেষে মাদরাসার প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দিন মিলাদের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।