তেল পড়া আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ২০

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৬:০৬

ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত মোশি শহরের একটি স্টেডিয়ামে তেল পড়া আনতে গিয়ে পদদলিত হয়ে পাঁচ শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। রবিবার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিলিমানজারো পর্বতের ঢালে অবস্থিত মোশি শহরে খ্রিষ্টানদের ওই প্রার্থনায় শত শত মানুষ জড়ো হয়। তারা সেখানে বনিফেস মোয়াম্পোসা নামের এক পাদ্রীর আহ্বানে আশীর্বাদের তেল নেয়ার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। এসময় হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় মোশির জেলা কমিশনার কিপ্পি ওয়ারিয়োবা বলেন, তেল নেয়ার সময় হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি রাতে ঘটে এবং সেখানে অনেক মানুষ ছিলেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।