তুরস্কের সফরে তাফাজ্জুল হক হবিগঞ্জী সহ ইউকে জমিয়তের নেতৃবৃন্দ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২১ ২০১৯, ০০:১৮

একুশে জার্নাল ডেস্ক: তুরস্কের সোলায়মানিয়া মাদ্রাসা একটি ঐতিহাসিক শতাব্দী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । দশ সহস্রাধিক শাখা প্রতিষ্ঠানের সমন্বয়ে সোলায়মানিয়া মাদ্রাসা বর্তমানে আজ আদর্শের এক সুউচ্চ প্রতীক। এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ বিভিন্ন দেশের সফরে অভ্যস্ত এক রুচিশীল ও পর্যটন প্রিয় ব্যক্তিত্ব। তুর্কী সফরে তাঁর রয়েছে দীর্ঘদিনেরপূর্ব অভিজ্ঞতা। সংগত কারণেই তাঁর কাছে সোলায়মানিয়া মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত আসে। মাওলানা শুয়াইব আহমদের ব্যবস্থাপনায় আমরা তুর্কীর দ্বীনি সফরে রওয়ানা হচ্ছি। দশ জনের প্রতিনিধি দলে রয়েছেন আলেমকুল শিরোমণি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব হবিগঞ্জী। ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, সহ সভাপতি মাওলানা আওলাদ হোসাইন জগদলী, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউদ্দিন, নির্বাহী সদস্য জনাব কয়েস আহমদ, ইকবাল হোসাইন, মিডিয়া এক্টিভিস্ট বুলবুল আহমদ প্রমুখ। সফরের সফলতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ।