তাবলিগ সংকট নিরসনে পাকিস্তানি আলেমদের আহ্বান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৭ ২০১৯, ১৯:২৫

আবির আবরার: তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনে পাকিস্তানের খ্যাতিমান ২৬ জন আলেম ভারত, বাংলাদেশের তাবলীগী মুরুব্বীদের প্রতি একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাবলিগের মুরব্বীদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। উভয় পক্ষকে অতীতের সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে, সমস্যা সমাধানে শুধু আল্লাহর জন্য এক জায়গায় একত্রিত হওয়ার আহ্বান করেন তারা। গত রোববার পাকিস্তানের শীর্ষ আলেমগণ স্বাক্ষরিত এ চিঠি ভারতের তাবলিগের প্রধান মারকাজ নিজামুদ্দিন, পাকিস্তানের রায়বেন্ড ও বাংলাদেশের কাকরাইলের মুরব্বিদের প্রতি প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

তারা বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি যে দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে, এতে করে আমাদের তাবলিগ নিয়ে শঙ্কা আরো বেড়ে গিয়েছে। কখনো কল্পনাও করতে পারিনি, দীনদারগণ এভাবে দু’দলে বিভক্ত হয়ে রক্তারক্তি কান্ড ঘটাবে।
তাবলিগের উভয় দলের মুরব্বিগণ সব মত আর দাবিগুলোকে এক পাশে রেখে আমরা একটি জায়গায় বসি। এক ও নেক হতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলেই এর সমাধান সম্ভব হবে বলে আমরা মনে করি।’

যদি দু’পক্ষের একতাবদ্ধ হওয়া সম্ভব না হয় ,তাহলে আলাদাভাবেই কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের আলেমগণ।

তারা বলেন, ‘আমাদের মূল আবেদন হলো ইখলাস, ঈছার, লিল্লাহিয়্যত ও তাওয়াজুর ভিত্তিতে উভয় দল সংকট নিরসনে অবশ্যই কোন না কোন রাস্তা বের করবেন। কিন্তু যতক্ষণ না উভয় দলের কোনো সমন্বয় না হয়, আমরা আশা করবো উভয় দল তাদের নিজেদের জায়গায় নিজেদের মত করে দীনের কাজ করে যাবে। এক দল অন্য দলের সঙ্গে বিরোধ করতে যাবে না।
উভয় দলের মুরব্বিদের প্রতি আমাদের আবেদন তারা যেনো তাদের অনুসারিদের খুব গুরুত্বের সঙ্গে এ কথা বলে দেয়, যেন তারা অন্য দলের সম্পর্কে দোয়া ছাড়া আর কোনো মন্তব্য না করে। বিশেষ করে ঝগড়া সৃষ্টি করে এমন কোন কথা বা আলোচনা যেন তারা না করে।
কোন জায়গায় যদি কোন দলের আধিক্য হয় বা তাদের মারকাজ নির্মাণ করে সেখানে অন্য দল জোর করে ঢুকতে চেষ্টা থেকে বিরত থাকবে। আর যদি এমনই বিরোধ চলতে থাকে তাহলে দাওয়াতের মেহনত পৃথিবীর মানুষের কাছে জঘণ্যতম হয়ে ওঠবে।’

জানা যায়, পাকিস্তানের মুফতিয়ে আজম মুফতি রফি উসমানী, শরীয়া আদালতের সাবেক জাস্টিস মুফতি তাকী উসমানীসহ পাকিস্তানের শীর্ষ আলেমগণ এ আহ্বান জানান।