তাকওয়া ওয়ালা জীবন গঠন ই হচ্ছে মুমিনের প্রধান লক্ষ্য: মুনতাসির আলী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২৩, ২০:৩১

মু’মিন জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে তাকওয়া, পরহেজগারী পুর্ন জীবন গঠন।পবিত্র রমাদান মাস হচ্ছে তাকওয়া অর্জনে অন্যতম মাধ্যম, সে হিসেবে এই মাসে দিনে সাওম রাতে সালাত ও অন্যান্য এবাদতের মধ্যদিয়ে আমরা তাকওয়া অর্জনে সচেষ্ট হব।

২০ মার্চ স্থানীয় একটি সেন্টারে খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগ আয়োজিত রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর শাখার সভাপতি মাও এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাও আনিসুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান। এতে আর বক্তব্য রাখেন, ইউকের সহ সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল করিম উবায়েদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সিটির শাখা সহ সভাপতি মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরী, সহ সেক্রেটারী মাওলানা জাবির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক শায়খ রুম্মান আহমদ, বো শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ।

অন্যান্যদের মধ্য মুফতী আব্দুর রাজ্জাক, মাওলানা খালিক শাহেদ, মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা আমিরুল ইসলাম, ফজলুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন ,মাওলানা শাহজাহান এতে উপস্তিত ছিলেন।

পরিশেষে সভার সভাপতি মাওলানা এনামুল হকের সমাপনী বক্তব্য ও প্রধান অতিথি জননেতা মুনতাসির আলীর মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।