তরুণ রাজনীতিবিদ হাফেজ পারভেজ তারুণ্যের আইডল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ৩১ ২০১৯, ০০:১৯

তরুণরাই দেশের ভবিষ্যৎ,তাদের ভালো কাজ দারা পাল্টে দিতে পারে সাড়া পৃথিবী। তেমন ই এক তরুণ বন্দরের হাফেজ পারভেজ,যিনি বুকে তীব্র সাহস নিয়ে জনগের সেবায় নেমেছেন রাজনীতির মাঠে।হাফেজ পারভেজ হাসান নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন এর পুর্ব কেওঢালা গ্রামে ১৯৮৯ সালে জন্ম গ্রহণ করেন,,পিতা মরহুম আমিন উদ্দিন, মাতা মোসাম্মৎ বসিরুন নেসা!!৪বোন ৪ভাই এর মধ্যে তিনি ই সবার ছোট, শিক্ষা জীবন ২০০৬ ইংরেজি সনে তিনি চাষাড়া বাগে জান্নাত মাদরাসা থেকে হিফয সম্পুর্ন করেন।।২০১৩ ইংরেজি সনে কামতাল দাখিল মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় পাস করেন।। ২০১৬ ইংরেজি সনে মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদরাসা থেকে আলিম পাশ করেন।।বর্তমানে তিনি, চাষাড়া গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেসন সেন্টার এর পরিচালকের দায়িত্ব রয়েছেন।।প্রতিষ্ঠানতা ও ভাইস প্রিন্সিপাল ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসা বন্দর।। মাদরাসাতুস সুফফাহ্ কেওঢালা।। প্রতিষ্ঠাতা আল খিদমাহ্ ইসলামি পাঠাগার কেওঢালা।। ভর্তি ও শিক্ষা বিষয়ক আহবায়ক বাগদো বাড়িয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা ও এতিমখানা, বাগদোবারিয়া মদনপুর।।চেয়ারম্যান বন্দর ব্লাড ডোনেশন গ্রুপ বন্দর নারায়ণগঞ্জ।। জয়েন সেক্রেটারি বাংলাদেশ পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখা।।