তরুণ কবি কামরুল ইসলামের ‘পৃথিবীর জন্য মানুষ চাই’ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২২ ২০১৯, ২০:৪৯

হাবীব আনওয়ার: অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত তরুণ ছড়াকার কামরুল ইসলামের প্রথম ছড়াগ্রন্থ “পৃথিবীর জন্য মানুষ চাই” এর মোড়ক উন্মোচিত হয়েছে।

আজ ২২ ই ফেব্রুয়ারী শুক্রবার চট্টগ্রাম একুশে বই মেলায় দাঁড়িকমা স্টলের সামনে একঝাঁক নবীণ- তরুণ লেখকদের অংশগ্রহণে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তরুণ লেখক,সাংবাদিক হাবীব আনওয়ার বলেন, বাংলা সাহিত্যকে প্রচার প্রসারের অন্যতম মাধ্যম হচ্ছে কবিতা।অল্প কথায় বেশি কিছু বুঝানো যার কবিতা-ছড়ার মাধ্যমে।তাই কবিতা চর্চাকে ধরে রাখতে হবে!

তিনি আরো বলেন, সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে, কবি একজন কওমী পড়ুয়া ছাত্র।কবি নাস্তিক্যবাদী লেখকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে, কওমী সন্তানরা পিছিয়ে নেই।বাংলা সাহিত্যের শুরু থেকেই ছিল এখনো আছে সমনেও থাকবে।ইসলাম বিদ্বেষীদের হাত থেকে বাংলা সাহিত্যকে রক্ষা করবে।
বাজারে যখন ইসলাম ও আকিদা বিধ্বংসী বইয়ের ছয়লাভ, তখন কিছুটা হলেও এই বইটি আমাদের আকিদা রক্ষার ঢাল হিশেবে কাজে দিব।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নবীন লেখক,মাহবুব শহীদ, খায়রুল ইসলাম, যায়েদ খান,উসামা প্রমুখ।

বই সম্পর্কে কবি বলেন,পৃথিবীটা যখন অমানুষদের জালে বন্দি, চারপাশে যখন অমানুষদের বিচরণ। যখন অমানুষদের আক্রমনে পৃথিবীটা হলো আহত! ক্ষত বিক্ষত।চোখ মেলে তাকালেই দেখা যায় অমানুষদের ভয়ানক থাবায় পরে আছে নিরহ,অসহায়,নিপীড়িত মাজলুম।
যখন মাজলুমদের উপর অমানুষদের অমানবীক আক্রমন শুরু হয়,
তখন পৃথিবী সয়তে পারে না,সয়তে পারে না মাজলুমদের উপর অসহ্য অত্যাচার!
পৃথিবী তখন চিৎকার করে বলতে থাকে আমি মানুষ চাই ‘পৃথিবীর জন্য মানুষ চাই’ সত্যিকারের মানুষ চাই। যে মানুষ পারবে নিরহ, অসাহায়, নিপীড়িত মাজলুমদের পাশে গিয়ে দাঁড়াতে।
যে মানুষ পারবে আমাকে অমানুষদের হাত থেকে মুক্তি করে আনতে।
যে মানুষ পারবে আমাকে সুন্দর করে সাঁজাতে।
যে মানুষ পারবে আমাকে নাপাকি থেকে তুলে আনতে,পারবে আমাকে পবিত্র করে রাখতে। আমি সে রকম মানুষ চাই।
সেই চেতনা থেকেই লেখা হয়েছে “পৃথিবীর জন্য মানুষ চাই”
আশা করি আপনাদের ভালো লাগবে।

‘পৃথিবীর জন্য মানুষ চাই’ গ্রন্থটি সংগ্রহ করতে পারেন দাঁড়িকমা’র ঢাকাতে ২৩৪ ও চট্টগ্রামে ১২ নাম্বার স্টল থেকে।