ঢাবিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল অবাঞ্ছিত: সনজিত চন্দ্র দাস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৭ ২০২০, ২৩:২২

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক কোনো ছাত্র সংগঠন রাজনীতি করতে পারবে না। ক্যাম্পাসের যেখানেই এদেরকে দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই মুহূর্তে জঙ্গী-ধর্ষক নুরুল হক নুরকে কেন্দ্র করে কিছু সাম্প্রদায়িক সংগঠন ক্যাম্পাসের ঢোকার চেষ্টা করছে।

আজ রোববার দুপুর ১২টায় ধর্ষণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সেখানে বক্তব্য দিতে গিয়ে সনজিত চন্দ্র দাস এসব কথা বলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে একজন ছাত্রলীগ কর্মী হয়ে ক্যাম্পাসে ধর্মভিত্তিক সংগঠনকে মেনে নিতে পারি না।

সমাবেশে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা বলেন, অপরাধীর কোনো দল নেই। ধর্ষক যে দলের পরিচয়ই দিক না কেন, তাদের কঠিন বিচার হতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার শেষ করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।