ঢাকা-১১ আসনে আমিনুল ইসলাম এর নির্বাচন বর্জন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ৩০ ২০১৮, ১৭:০৮

ঢাকা-১১ (রামপুরা,বাড্ডা ও ভাটারা) আসনে
হাতপাখার প্রার্থী মুহাম্মাদ আমিনুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ৷ আজ রোববার বেলা ২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আমিনুল ইসলাম অভিযোগ করেন, এই আসনের ১৬২ টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৪৫টি কেন্দ্রে সকাল থেকে বিভিন্ন ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ৩৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশ কেন্দ্রেই সকাল থেকে হাতপাখার স্লিপ নিয়ে কোন ভোটারকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ৪১ নং ওয়ার্ডেও সারাদিন একই অবস্থা বিরাজ করেছে।

আর যেসব কেন্দ্রে সকালে সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে, সেসব কেন্দ্রেও দুপুর নাগাদ হাতপাখার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিভান্ন এলাকায় হাতপাখার ভোটার তথ্য ক্যাম্প ভেঙ্গে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এই আসনে আওয়ামী লীগ প্রার্থী একেএম রহমতুল্লাহ।

অন্যদিকে ঢাকা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মোসাদ্দেক বিল্লাহ মাদানী তার নির্বাচনী এলাকায় ভোট ডাকাতির অভিযোগ করে দুপুর ২টায় দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বচান বর্জনের ঘোষণা দেন।