ঢাকাদক্ষিণে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান : তিনটি প্রতিষ্ঠানে জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২৭ ২০১৯, ১০:০৮

গোলাপগঞ্জ  প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে , মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ ব্যবহার খাবার তৈরি
ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে তিনটি প্রতিষ্ঠান কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট জেলা।

ঢাকাদক্ষিণে জাতীয় ভোক্তা অধিকার আইনের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা

বুধবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুর ১ টা সময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে একটি অভিযান করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠান কে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।


জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- বনফুল এন্ড কোং ৬ হাজার টাকা, আল মদিনা স্ন্যাকবার ১৫ হাজার টাকা ও সাহিদা কনফেকশনারি ২ হাজার টাকা।

এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ সম্পর্কে জন সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।