ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বাধা দিলে জাতীয় ইস্যুতে রূপ নিবে -চরমোনাই পীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২২ ২০১৯, ২০:৪১

মাহবুব হুসাইন: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের অংগ্রহণে বাধা প্রদানের চেষ্টা করা হলে এটি জাতীয় ইস্যুতে রূপ নেবে। আমি আশা করবো সকল সংগঠনের অংশগ্রহণে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হোক। চরমোনাই বার্ষিক মাহফিলে তৃতীয় দিনের ছাত্র গনজমায়েতে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় ছাত্র গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব ও ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ বরকত উল্লাহ লতিফ, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-সভাপতি এম.হাছিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।