ঠাকুরগাঁয়ে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৮ ২০২০, ১৮:০৪

শহিদু্ল্লাহ্, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় জাকির হোসেন ও খালেক নামে দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ইমাম হোসেন হীরাকে হত্যার সাথে জরিত থাকা প্রমানিত হলে আদালত এ রায় দেয় । যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারিকুল ইসলাম এ রায় দেন।

এ রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি এবং দণ্ডিতদের মা খতেজা বেগমেকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের শান্তিনগর এলাকার নিজ বাসায় সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ইমাম হোসেন হিরাকে।

সেদিন সন্ধ্যায় শহরের শান্তিনগর মহল্লার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন হীরা তার দুই বন্ধুর সঙ্গে কথা বলছিল। এসময় হঠাৎ পাশের দক্ষিণ সালন্দর গ্রামের জাকির হোসেন ও তার ছোটভাই খালেক কাপড় কাটা কাঁচি দিয়ে তার পেট ও বুকে কোপায়। পরে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি।

এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান একটি হত্যা মামলা করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল হামিদ জানান, এ রায়ে তারা সন্তুষ্ট।

আর আসামিপক্ষের আইনজীবী মোস্তাক আলম টুলু বলেন, আমরা উচ্চ আদালতে যাবো।