ঠাকুরগাঁওয়ে ধর্ষণের ১২ বছর পর তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১২ ২০২০, ২২:৪৬

মো:শহিদুল্লাহ্, ঠাকুরগাঁও প্রতিনিধি

এক কিশোরীকে অপহরণের পর দলবেঁধে ধর্ষণের ১২ বছর পর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঠাকুরগাঁওয়ে এক আদালত।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম ফারুক এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু তৈয়ব মো. নজমুল হুদা।

ধর্ষণের দায়ে যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপহরণের দায়ে প্রত্যেককে আরও ১৪ বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার টাৌকা করে জরিমানা করা হয়েছে; জরিমানা না দিলে আরও ছয়মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

দণ্ডিতরা হলেন, জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মলিফত হোসেনের ছেলে মকিম উদ্দিন এনতা (৪৩), একই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন (৩৩) ও দৌলতপুর গ্রামের মকিম উদ্দিন শুকনার ছেলে আব্দুল মালেক সানু (৩২)।