টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত, বিপুল অস্ত্র উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০১ ২০২০, ১৬:২৪

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় রোহিঙ্গা ডাকাত হাকিম (৩৫) ও রশিদ (৩০) নামে দুই জন নিহত হয়েছে।

শুক্রবার (১ মে) ভোররাতে টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এ র‌্যাব ১৫ একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। র‌্যাব ১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ভোররাতে জাদিমুড়ার পাহাড়ে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৬- এ র‌্যাব ১৫ একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়। এ ঘটনায় দুই রোহিঙ্গা ডাকাত নিহত হন। এতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছে। এসময় ১৩টি দেশীয় তৈরি অস্ত্র ও ২৮ রাউন্ড গুলি এবং দুইটি ধারালো দা উদ্ধার করা হয়।