টঙ্গীর ইজতেমা মাঠের ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন ব্রিটেনের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১১ ২০১৮, ০২:৪১

একুশে জার্নাল লন্ডন: টঙ্গীর ইজতেমা মাঠের জোড়ে শরীক হওয়া নিরীহ সাধারণ মুসল্লী, আলেম-উলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর অতর্কিত নিষ্ঠুর হামলার কঠোর প্রতিবাদ করেছেন ব্রিটেনের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম। একই সাথে তারা হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

উলামায়ে কেরাম আরো বলেন, গত ১ ডিসেম্বর শনিবার এর ঘটনা তাবলীগ জামাতের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। দাওয়াত ও তাবলীগ হলো ঈমান-আমল শিখা, দ্বীনের প্রচার-প্রসার এবং ভ্রাতৃত্ববোধ চর্চার অন্যতম প্ল্যাটফর্ম। তাবলীগের সকল সাথী ভাইকে এটা বুঝতে হবে যে, দ্বন্দ্ব-সংঘাত ও গায়ের জোর খাটানো তাবলীগের মৌলিক চেতনার সম্পূর্ণ বিপরীত। প্রকৃত তাবলীগ অনুসারী কখনো ভাইয়ের মাথায় আঘাত করতে পারেন না। যারা না বুঝে এতে জড়িয়ে পড়েছেন, তাদের কর্তব্য দ্রুত তাওবা করে দ্বন্দ্ব-সংঘাতের পথ থেকে নিজেকে ফিরিয়ে আনা এবং আক্রান্ত ব্যক্তিদের নিকট ক্ষমা চেয়ে তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা।

ব্রিটেনের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম আরো বলেন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরতজ্বী মাওলানা ইলিয়াস (রাহ.), হযরতজ্বী মাওলানা ইউসুফ কান্ধলভী (রাহ.) এবং হযরতজ্বী মাওলানা ইন’আমুল হাসান (রাহ.) এর নির্দেশিত উসূল তাবলীগের সকল সাথী ভাইকে মেনে চলতে হবে। যেই মোবারক জামাতে ‘ভাই’ ছাড়া কাউকে সম্বোধন করা হয় না, সেই জামাতের এক সাথী আরেক সাথীর মাথায় আঘাত করছে; এমন দৃশ্য কল্পনায়ও আনা যায় না।

মাতৃভূমি বাংলাদেশে মোবারক এই বিশাল জামাতের অনুসারীগণ আল্লাহর ওয়াস্তে নিজেরা কোনরূপ দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবেন না। দেশের হক্কানী উলামায়ে কেরাম ও কাকরাইল শূরার নির্দেশনা মেনে চলুন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ওয়াসিফুল ইসলাম, নাসিম ও আশরাফ আলী প্রমুখ গুটিকয়েক ব্যক্তি কোনোভাবেই অনুসরণযোগ্য হতে পারে না।

ব্রিটেনের প্রতিনিধিত্ব শীল উলামায়ে কেরাম শনিবারের ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও শোকসন্তুপ্ত পরিবারের সদ্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে যেন এমন অপ্রীতিকর পরিস্থিতির শিকার কাউকে হতে না হয়, সেদিকে সকলের সজাগ দৃষ্টি কামনা করেন।
উলামায়ে কেরাম তাবলীগ জামাতকে সকল ষড়যন্ত্র ও ফিতনা থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে সকলকে দোয়া করতে বলেন।

গত ৫ ডিসেম্বর রোজ বুধবার লন্ডনের দারুস সুন্নায় ব্রিটেনে অবস্থানরত সর্বদলীয় উলামায়ে কেরামের এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। মুফতি আবদুল হান্নান সাহেবের সভাপতিত্বে এবং মাও. গোলাম কিবরিয়া সাহেবের সঞ্চালনায় মিটিংয়ের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী। এতে উপস্থিত ছিলেন এবং উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মাও. জিল্লুল হক, শায়খ মাও. তরীকুল্লাহ, শায়খুল হাদিস মাও. আবদুর রাহমান, মাও. আবদুল গফফার, মাও. সৈয়দ আশরাফ আলী, মাও. সৈয়দ মোশাররফ আলী, মুফতি আবদুল মুনতাকিম, মাও. মোবারক আলী, মাও. ফয়েজ আহমদ, মুফতি মওসুফ আহমদ, মাও. আবদুল হামিদ, মাও. মামনুন মহি উদ্দিন, মাও. জসিম উদ্দিন, মুফতি আজিমুদ্দিন, মাও. সৈয়দ নাঈম আহমদ, মাও. আবদুল আজিজ, মাও. মাহফুয আহমদ, মুফতি সালেহ আহমদ, শামসুল হক ছাতকি, মাও. বুরহানুদ্দিন, মাও. জহির উদ্দিন, মাও. সৈয়দ হোসাইন আহমদ, মাও. সিরাজ, মাও. রোম্মান আহমদ, মুফতি আবদুল গফফার, মাও. নাজিম উদ্দিন, হাফিজ ওয়ালিদ রাহমান প্রমুখ।

উপরিউক্ত বিবৃতির সঙ্গে আরও যারা একাত্মতা পোষণ করেন তাঁরা হলেন, শাইখুল হাদিস ইমদাদুল হক হবিগঞ্জী, মাও. শায়খ তহুর উদ্দিন, শায়খ মাও. আসগর হোসাইন, মাও. শায়খ আবদুল আজিজ, মাও. হাফিজ শামসুল হক, মাও. শায়খ মোস্তফা আহমদ, মাও. শায়খ জমশেদ আলী, মাও. এখলাসুর রহমান কাতিয়া, হাফিজ শায়খ ইমাম উদ্দিন, মাও. শায়খ আবদুল জলীল, মাও. আশরাফ আলী শিকদার, মাও. কারী আবদুল করীম, মাও. আবদুল আজিজ সিদ্দীকি, মাও. রেজাউল হক, মাও. সাদিকুর রহমান (লন্ডন), মাও. শোয়াইব আহমদ, মুফতি সাইফুল ইসলাম, মাও. ইমদাদুর রহমান মাদানি, মাও. ফরিদ আহমদ খান, মাও. আবু তাহের ফারুক্বী, মাও. সৈয়দ তসদ্দুক আহমদ, শায়খ মাও. ইয়াহইয়া,  মাও. শামসুদ্দিন (বার্মিংহাম), মাও. কারী আবদুল হাফিজ, মুফতি হাসান নূরি চৌধুরি, মাও. আবদুস সালাম (ব্রাডফোর্ড), মাও. আবদুর রব (সারে), মাও. মুর্তাজা হোসাইন খান, মাও. সৈয়দ তামিম আহমদ, মাও. শাহ মিজানুল হক, মাও. আলহাজ্ব আতাউর রাহমান, মাও. সালেহ হামিদি, মাও. এখলাসুর রহমান বালাগঞ্জি, মাও. নাজির আহমদ, মাও. মুফতি তাজুল ইসলাম, মাও. হাফিজ ইকবাল হোসাইন, শেখ নূরে আলম হামিদী, খতিব তাজুল ইসলাম, মাও. নাজিরুল ইসলাম, মাও. হারিসুদ্দিন আহমদ, মাও. শামসুল আলম কিয়ামপুরি, মাও. সাদিকুর রহমান (ওল্ডহ্যাম), মাও. আশফাকুর রহমান, হাফিজ মাও. হাবিবুল্লাহ, হাফিজ মাও. ফখরুদ্দিন, হাফিজ মাও. এনামুল হক, মাও. আনিসুর রহমান, মাও. তায়ীদুল ইসলাম, হাফিজ মাও. সৈয়দ হোসাইন আহমদ, মাও. কারী মুদ্দাসসির আনওয়ার, মাও. শাহনুর আহমদ, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মাও. আবুল ফয়ছল (ইমাম), হাফিজ মাও. শাহেদুর রহমান, মাও. ছাদিকুর রহমান, মাও. আফজাল চৌধুরি, মাও. সৈয়দ মাসহুদ হুসেন, মাও. সৈয়দ ফয়েজ আহমাদ, মাও. ফয়জুল হাসান চৌধুরি, মাও. সাইদুল ইসলাম, মাও. আলমগীর হুসেন, হাফিজ মাও. আবদুর রহমান চৌধুরি, হাফিজ মাও. মারুফ আহমদ, মাও. আজিজুল হক, মুফতী মইনুল ইসলাম, মাও. সুলাইমান, মাও. জয়নাল আবেদীন, হাফিজ সৈয়দ জোবায়ের আহমদ, মাও. হাফিজ আব্দুল্লাহ, মাও. শাইখ সিরাজুল্লাহ, মাও. উবায়দুল্লাহ শামীম, মাও. রুহুল আমীন, মাও. মনজুরুল হক, ক্বারী সৈয়দ ইকবাল হোসাইন, মাও. আনহারুল ইসলাম চৌধুরী, মাও. ছালেহ আহমদ, মাও. মুহিব্বুর রহমান মাসুম, মাও. আহমদ হোসাইন, মাও. নুমান আহমদ, মৌলভী মমসাদ আহমদ, মাও. লুৎফুর রহমান, মাও. গোলাম মোহাইমিন ফরহাদ, মাও. এনামুল হাসান সাবির, মাও. আ ফ ম শুয়াইব, হাফিজ মাও. সাদিকুর রাহমান, মুফতি মাসরুর আহমদ বুরহান, মাও. আতাউর রহমান জাকির, মাও. নোমান উদ্দিন, হাফিজ আসরাফ চৌধুরী, মাও. নোফাইস আহমদ, মাও. জাবের আহমদ, মাও. আবদুল মজীদ (ডালষ্টন), মাও. শাহ আমীনুল ইসলাম (লিভারপুল), মাও. মুফতি ছাবির (ওয়ালসাল), মাও. আবদুস সালাম (ব্রাডফোর্ড), মাও. শায়খ সাইদ আলী, হাফিজ মাও. সৈয়দ জুনায়েদ আহমদ (রচডেল), মাও. মাছুদুল হাসান (লেষ্টার), মুফতি মুতাহির সিদ্দীক (লন্ডন), মাও. আবদুর রহমান (ব্রাডফোর্ড), মাও. মইন উদ্দিন খান, হাফিজ জিয়া উদ্দিন, হাফিজ মাও. সৈয়দ জিয়াউল ইসলাম (সান্ডারল্যান্ড), হাফিজ জুবায়ের সাহেব জাদায়ে শায়খে ইমামবাড়ী, মাও. শেখ আবদুস সামাদ, মাও. নাজমুল হাসান, মাও. আওলাদ হুসেন ওল্ডহাম, মাও. মনির উদ্দিন, মাও. আখতারুজ্জামান আখতার (মিডলসবরা), মাও. ইলিয়াস আহমদ, মাও. সালমান আহমদ, মাও. লুৎফুর রহমান, মাও. খালেদ আহমদ, মাও. ফখরুদ্দীন বিশ্বনাথী, মাও. মাহমুদুল হাসান, মাও. শরীফ খান (ওয়েস্ট লন্ডন), মাও. নাজির উদ্দিন (ওয়েস্ট লন্ডন), মাও. ছালাহ উদ্দিন বার্মিংহাম, হাফিজ সৈয়দ সোলেমান (সান্ডারল্যান্ড), হাফিজ ছাদিকুল ইসলাম, হাফিজ মাও. সৈয়দ জামিল (ব্রাডফোর্ড), মাও. মোফাসসিল আহমদ (পোর্টসমাউথ), মাও. শামসুল ইসলাম, মাও. ফখরুদ্দীন (রচডেল), মাও. আবদুল হক (রচডেল), মাও. আনওয়ার (লন্ডন), হাফিজ মাও. রশিদ আহমদ, মাও. খলিলুর রহমান, মাও. আমিনুল ইসলাম (ইস্কানথপ), মাও. মিফতাহ উদ্দীন, মাও. আলী হোসাইন, মাও. উবায়দুল হক (ব্রাডফোড), মাও. সৈয়দ ছাবির আহমদ (ডালিংটন), মাও. কমরুদ্দিন, মাও. সাইফ আহমদ (ওল্ডহ্যাম), মুফতি বাহাউল ইসলাম, মাও. আবদুল কাইয়ুম কামালি, মাও. আবদুল আলিম, মাও. হেলাল আহমদ (নিউক্যাসল), মাও. মুখলিসুর রহমান (নিউক্যাসল) প্রমুখ।