জেগে উঠুক মানবতা | মারিয়া পপি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৬ ২০১৮, ১৭:১০

হায়রে, হাড় কাঁপানো শীত

কেন ভাগ্যাহতদের প্রতি বছর কাঁদাতে আসে?
আতঙ্কিত মন তাদের “শৈত্যপ্রবাহ” নামে ।

সেই ভাগ্যাহত মানুষেরা বাঁচে,প্রচন্ড কষ্টে,
মৃত্যুকে কেউ আলিঙ্গন করে,
বিষাদ ছেয়ে যায় পরিবারের মাঝে।

গভীর রাতে গৃহহীনরা ঘুমায় ফুটপাতে,
নেইতো গায়ে জামা,নেইতো কম্বল-কাথাঁ,

ভাবতে পারি না – সে কি ভয়াবহ দৃশ্য চোখের মাঝে ভাসে।
কতটুকু সাধ্য ভাগ্যাহত মানুষদের—
শুধু বুকের গভীরে স্তব্ধতার চিৎকার শব্দহীন।
হাহাকারের শূন্যতায় ভরা পৃথিবীর আকাশে,

জেগে উঠুক মানবতা-ভাগ্যাহত মানুষের তরে।
হোক পরাজিত সকল শূন্যতার হাহাকার।

ভরিয়ে দিয়ে সব শূন্যতা
চাঁদের কিরণ উষ্ণ আদর ছড়াক – শীতের বুকে, আসুক পূর্ণতা পৃথিবীর মাঝে।